ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপের শিরোপা জয়ের মাত্র ২ দিন পর বরখাস্ত করা হল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গালকে। নতুন কোচ হিসেবে ম্যানইউর দায়িত্ব নিতে যাচ্ছেন চেলসির প্রাক্তন কোচ হোসে মরিনহো। মৌসুম জুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর বাজে পারফরম্যান্সের কারণেই ফন গালকে চাকরিচ্যুত করেছে ম্যানইউ।
ম্যানইউর সাম্প্রতিক ব্যর্থতার জন্য ম্যানইউর কোচিং স্টাফ আলবার্ট স্টুভেনবার্গ এবং গোলরক্ষক কোচ ফ্র্যান্স হুক দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এদিকে নতুন কোচ মরিনহোর চুক্তি নিয়ে মঙ্গলবার ম্যানইউর সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলবেন তার প্রতিনিধি জর্জ মেন্ডিজ। ফন গাল দায়িত্ব ছাড়লেও ম্যানইউর সহকারি কোচ রায়ান গিগসের ভাগ্য নির্ভর করছে এখন অপেক্ষায় থাকা হোসে মরিনহোর উপর। তিনি চাইলেই কোচিং স্টাফে থাকতে পারেন গিগস।
ডেভিড ময়েসের অধীনে ব্যর্থ একটি সময় কাটানোর পর ম্যানইউর দায়িত্ব নেন ফন গাল। তার অধীনে এবার ইংলিশ লিগে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করেছে ম্যানইউ। আর একমাত্র অর্জন হিসেবে মৌসুমের শেষপ্রান্তে দলকে জিতিয়েছেন এফএ কাপের শিরোপা।
এর ফলে ২০০৪ সালের পর এই প্রথম এফ এ কাপের শিরোপা জিতল ম্যানইউ। ২০১৪ সালে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হিসেবে বিদায়ের পর ম্যানইউতে দায়িত্ব নেন ফন গাল। ডেভিড ময়েসের অধীন ছন্দ হারিয়ে ফেলা ম্যানইউ তার অধীনে লিগ শিরোপা না জিতলেও ট্র্যাকেই ছিল। শেষ মুহূর্তে রেড ডেভিলসদের এফএ কাপের শিরোপা জেতালেন তিনি। কিন্তু তাতে সন্তুষ্ট নয় ম্যানইউ কর্তৃপক্ষ। তাই সরে পড়তে হচ্ছে ফন গালকে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ