মুস্তাফিজুর রহমান ক্রিকেটে নিজের জাতটা চিনিয়েছেন তার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই। আবার প্রথমবারের মতো আইপিএলে নাম লিখিয়েই তাক লাগিয়ে দিয়েছেন। খোঁদ ভারতেই এখন ঘরে ঘরে মুস্তাফিজ ভক্ত। আইসিসি প্রেসিডেন্টও বিষ্ময় প্রকাশ করেছেন মুস্তাফিজকে নিয়ে। এবার আইপিএল আয়োজিত উদীয়মান খেলোয়াড় খোঁজার প্রতিযোগিতায় অনলাইন ভোটেও সবার থেকে এগিয়ে আছেন বাংলাদেশের এ কৃতী সন্তান। তবে প্রথম রাউন্ড খেলা শেষে সর্বাধিক ১৬টি উইকেট বগলদাবা করলেও মোস্তাফিজের পক্ষে অনলাইন ভোটে সম্প্রতি কিছুটা ভাটা পড়েছে।
এক সপ্তাহ আগে মুস্তাফিজ ৯৭ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে থাকলেও আজ সোমবার (২৩ মে) সন্ধ্যায় মুস্তাফিজের ভোট ৮৮ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন ব্যাটসম্যান লোকেশ রাহুল। তার ভোট ৩ দশমিক ৭ শতাংশ।
আইপিএলে এবার নতুন একটি বিভাগ চালু হয়েছে। নির্বাচন করা হচ্ছে সেরা উদীয়মান খেলোয়াড়। 'Emerging Player of the Season' শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কেউ। গত ১৬ মে রাতে পাঁচজন উদয়ীমান খেলোয়াড়ের মধ্যে মুস্তাফিজ ৯৭ শতাংশেরও বেশি ভোট নিয়ে এগিয়ে ছিলেন। তখন মুস্তাফিজের ঝুলিতে ছিল ১২ ম্যাচে ১৪টি উইকেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাস্প্রিত বুমরাহ ১৩ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ছিলেন দ্বিতীয় অবস্থানে। ভোট ছিল ১ দশমিক ২ শতাংশ। বর্তমানে ১৪ ম্যাচ খেলে সর্বাধিক ১৬টি উইকেট মুস্তাফিজের ঝুলিতে। সমপরিমান ম্যাচ খেলে জাস্প্রিতের ঝুলিতে ১৫টি উইকেট। তাই জাস্প্রিতকে হটিয়ে ব্যাটিং দিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন লোকেশ রাহুল। ব্যাটসম্যান হিসেবে ১২ ম্যাচে ৩৮৬ রান করে সমর্থকদের ৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন এ খেলোয়াড়। এদিকে এই মুহূর্তে ৮৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে সবার উপরে আছেন উদীয়মান তারকা মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজকে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত করতে ভোট দিতে পারবেন যে কেউ। মুস্তাফিজকে ভোট দিতে http://www.iplt20.com/polls ঠিকানায় প্রবেশ করে ইমার্জিং প্লেয়ারের (Emerging Player of the Season) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে মুস্তাফিজকে ভোট দিতে পারবেন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ