খেলার সময় ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত ও আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাভন ফাবলারকে সাত বছরের জন্য নিষিদ্ধ করেছে দ্য বারমুডা ক্রিকেট বোর্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজ দল উইলো কাটস'র হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সময় আম্পায়ার এলবিডাব্লিউ দেয়ায় এমন ব্যবহার করেন কাভন।
গতকাল শৃঙ্খ্লাসংক্রান্ত এক কমিটির বৈঠকে হাজির হন কাভন। সেখানে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের দায়ে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে উক্ত সাজা দেন সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড। খবর আইএএনএস'র
বিডি-প্রতিদিন/৮ জুন ২০১৬/শরীফ