টেনিসের বিশ্বকাপ খ্যাত উইম্বলডনেও স্পেনিশ তারকা রাফায়েল নাদালের অংশগ্রহণ নিয়ে শঙ্কা আরো ঘনীভূত হয়েছে। গোড়লির ইনজুরি থেকে কখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এ ব্যাপারে এখনো চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়নি বলে তার কোচ ও আঙ্কেল টনি নাদাল গতকাল জানিয়েছেন। সেইসঙ্গে শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত নাদালও কোর্টেও ফিরবেন বলে তিনি জানান। খবর এএফপির
সদ্য সমাপ্ত ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড খেলার পরই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান এখন পর্যন্ত ১৪ বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী নাদাল। তখন গোড়ালির টেন্ডন ইনজুরিতে পড়েন তিনি।
নাদাল কখন ফিরছেন এ প্রসঙ্গে প্রচারণামূলক এক অনুষ্ঠানে টনি নাদাল বলেন, 'সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তার কোর্টে ফিরে আসার তারিখ আমরা এখনো ঠিক করিনি কারণ তার পূর্ণ সামর্থ্য নিয়ে কোর্টে ফেরাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।'
'ব্রাজিলের রিওতো অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে তার অংশগ্রহণ বিপদাপন্ন করতে চাই না', বলেও যোগ করেন তিনি।
টনি নাদাল আরো বলেন, 'সবকিছু ঠিকঠাক মতো যাচ্ছে চিকিৎসকরা এ ব্যাপারে আশ্বস্ত হলেই নাদাল কোর্টে ফিরবে।'
উল্লেখ্য, চলতি মাসের ২৭ তারিখ থেকে বছরের তৃতীয় গ্রান্ড স্ল্যাম উইম্বলডন শুরু হচ্ছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ বার চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল।
বিডি-প্রতিদিন/৯ জুন ২০১৬/শরীফ