২০০৮ সালে কেউ ভাবেনি যে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হবে। কিছুটা অভিজ্ঞ, আবার কিছুটা অনভিজ্ঞ দল সেবার চমকে দিয়েছিল। এবার স্পেন দল সম্বন্ধে কেউ ভাবছেন না যে তারা ইউরো জিততে পারে। কিন্ত স্পেনের প্রাক্তন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইকের ক্যাসিয়াস মনে করছেন এবারও চমক দিতে পারে স্পেন।
তিনি ২০০৮ সালের ইউরো দলের সঙ্গে বর্তমান ইউরো দলের মিল খুঁজে পাচ্ছেন। তাই আশা জেগেছে ক্যাসিয়াসের মনে।
স্পেনের প্রাক্তন গোলরক্ষক মনে করেন, ‘দলে অনেক পরিবর্তন হয়েছিল। সেবার কেউ ভাবেননি যে আমরা ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়ন হব। কিন্তু আমরা খেতাব জিতেছিলাম। ২০০৮ সালে আমরা একটা নতুন স্টাইল আবিষ্কার করেছিলাম। কেউ ভাবতে পারেনি যে আমরা ইউরো জিততে পারি।’
বর্তমান স্পেন দল প্রসঙ্গে ক্যাসিয়াস বলেন, ‘এবারের স্পেন দলে ভালো ফুটবলার রয়েছে। দরকার ভাগ্যের। আশাকরি এবারও ইউরো জিতব আমরা।’
বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন