কোপা আমেরিকা ফুটবলের শতবর্ষী আসরের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মেক্সিকো ও ভেনিজুয়েলা। শুক্রবার (১০ জুন) ভোরে সি-গ্রুপের খেলায় এই দুই দলই জয় পেয়েছে। টানা দুটি করে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা।
প্রথম ম্যাচে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছিল মেক্সিকো। শুক্রবার জ্যামাইকাকে ২-০ গোলে হারিয়েছে তারা। গোল দুটি করেছেন ‘চিচারিতো’ খ্যাত তারকা ফরোয়ার্ড জাভিয়ের হারনান্দেজ ও অরবি পারালতা।
এদিকে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ভেনিজুয়েলা। শক্তির বিচারে উরুগুয়ে এগিয়ে থাকলেও শেষ অবধি বিস্ময়করভাবে ১-০ গোলে ম্যাচটি জিতে নেয় ভেনিজুয়েলা। ম্যাচের ৩৬ মিনিটে গোলটি করেছিলেন সালোমন রনডন।
শনিবার ভোরে ডি-গ্রুপের খেলায় আর্জেন্টিনা মুখোমুখি হবে পানামার। অন্যদিকে চিলি খেলবে বলিভিয়ার বিপক্ষে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ