ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ আসর জয় দিয়েই শুরু করেছে স্বাগতিক ফ্রান্স। শুক্রবার উদ্বোধনী ম্যাচে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে রোমানিয়াকে।
নিজেদের মাঠে খেলা, নিজেদের সমর্থকদের সামনে খেলবেন। তাই স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে মাঠে নেমেছিল ফ্রান্স। কিন্তু প্রথমার্ধে ফরাসিদের বেশ ভালোভাবেই রুখে দেয় রোমানিয়া। যে কারণে গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
তবে বিরতির পরই গোলের দেখা পায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আর্সেনাল ফরোয়ার্ড অলিভিয়ের জিরাউড গোল করলে উচ্ছ্বাসের জোয়ারে ভাসে স্বাগতিক সমর্থকরা। তবে সেই সুযোগ খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এবারের ইউরোর আয়োজকরা।
সমতায় ফিরে ফ্রান্সকে চমকে দেয় তুলনামূলক খর্ব শক্তির দল রোমানিয়া। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করে রোমানিয়াকে সমতায় ফেরান বোগডান স্ট্যানকো। এরপর ড্র নিয়েই ম্যাচ শেষ করার স্বপ্ন দেখতে শুরু করেছিল রোমানিয়া।
কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে ফ্রান্সকে দুর্দান্ত এক গোল উপহার দেন দিমিত্রি পায়েট। আর ওয়েস্টহ্যাম ইউনাইটেডের প্লেমেকারের এই অসাধারণ দক্ষতায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ফ্রান্স।
বিডি-প্রতিদিন/এস আহমেদ