লর্ডসে চলমান তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী শ্রীলংকা ১ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে। ফলে স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে তারা এখনো ২৫৪ রানে পিছিয়ে আছে। আজ তৃতীয় দিনে ৯ উইকেট হাতে নিয়ে ফের ব্যাট করতে নামবে সফরকারীরা। গতকাল দ্বিতীয় দিন শেষে কৌশাল সিলভা ৭৯ ও কুশাল মেন্ডিস ২৫ রানে অপরাজিত ছিলেন।
এর আগে প্রথম দিনে ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনার অধিনায়ক অ্যালিস্টার কুকের ৮৫ রান ও বেরস্টোর অপরাজিত ১৬৭ রানের উপর ভর করে স্বাগতিকরা সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪১৬ রান তুলতে সক্ষম হয়। লঙ্কানদের হয়ে হেরাথ ৪টি, লাকমাল ৩টি ও প্রদ্বীপ ২টি উইকেট নেন।
উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিক ইংল্যান্ড এখন ২-০ তে এগিয়ে আছে। লীডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে এক ইনিংস ও ৮৮ রান এবং চেস্টারলি স্ট্রিটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/১১ জুন ২০১৬/শরীফ