সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। ৭৭ রান তুলতেই ৫টি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। শেষ খবর পর্যন্ত ৩২ ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে ১০২ রান তুলেছে জিম্বাবুয়ে। ভারতের হয়ে জাস্প্রিত বুমরা ২টি উইকেট, কুলকার্নি, স্রান ও আকসার পাতেল ১টি করে উইকেট নিয়েছেন।
আজকের ম্যাচে ভারতের হয়ে তিনজন খেলোয়াড়ের অভিষেক হয়েছে। তারা হলেন যুবেন্দ্র চাহাল, কেএল রাহুল ও করুণ নায়ার।
উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরে ভারত তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও খেলবে।
বিডি-প্রতিদিন/১১ জুন ২০১৬/শরীফ