পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে আবারও ফিরছেন আজহার মেহমুদ। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের বোলিং কোচ ও দলের মধ্যস্থতাকারী হিসেবে দেখা যেতে পারে ইংলান্ডে পাড়ি জমানো এই পাকিস্তানি ক্রিকেটারকে। ডানহাতি এই ক্রিকেটারকে ফেরাতে প্রস্তাব করেছে স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এখনও পর্যন্ত কোনো মতামত পাওয়া যায়নি এই অলরাউন্ডারের।
এদিকে, দলের মধ্যস্থতাকারী হিসেবে সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে পছন্দ বর্তমান প্রধান কোচ মিকি আর্থারের। কিন্তু মুশতাক পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বোলিং কোচ দায়িত্ব পালনরত অবস্থায় থাকায় পিসিবি মনে করে মুশতাক দলের সঙ্গে আসন্ন ইংল্যান্ড সফরে গেলে ক্ষতিগ্রস্থ হবে অ্যাকাডেমির উঠে আসা ক্রিকেটাররা।
পিসিবির এমন প্রস্তাবে অবশ্য আর্থার কোন অভিযোগ জানাননি। কিন্তু আজাহার যদি এই পদের জন্য আগ্রহী না হন তবে মুশতাকই পেতে পারেন চাকুরিটি। এ ব্যাপারে আকিব জাভেদ ও মোহাম্মদ আকরামও তালিকায় আছেন বলে পিসিবির এক সূত্র নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব