সফরকারী ভারতের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম একদিনের ম্যাচে আজ টসে হেরে প্রথমে ব্যাট করে ১৬৮ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে। এলটন চিগুম্বুরা দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন। ভারতের হয়ে জাস্প্রিত বুমরা সর্বোচ্চ ৪টি উইকেট নেন। অার ধল কুলকার্নি ও স্রান ২টি করে উইকেট নেন।
এ সফরে ভারত তিনটি ওডিআই ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে।
বিডি-প্রতিদিন/১১ জুন ২০১৬/শরীফ