চলমান ইউরো ২০১৬ আসরে নিজেদের গ্রুপপর্বের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের একমাত্র গোলে জয় পেয়েছে ক্রোয়েশিয়ানরা।
হাইভোল্টেজ এই ম্যাচে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে ক্রোয়েশিয়া-তুরস্ক। নিজেদের খেলা সর্বশেষ ৫ ম্যাচের চারটিতে জয় আর একটি ম্যাচে ড্র নিয়ে অপরাজিত থাকা ক্রোয়েশিয়া কিছুটা এগিয়ে ছিল। অপরদিকে, নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের চারটিতে জয় আর একটি ম্যাচে পরাজয় নিয়ে ক্রোয়েশিয়ানদের বিপক্ষে নামে তুর্কিরা।
পুরো ম্যাচে তুরস্কের দখলেই বল ছিল বেশি। কিন্তু গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তুর্কিরা। ম্যাচ শেষে দুই দলের বল নিয়ন্ত্রণের ফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ৪৯ শতাংশ আর তুরস্ক ৫১ শতাংশ। আর ফলাফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ১-০ তুরস্ক।
ম্যাচের প্রথমার্ধে মদ্রিচের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। ম্যাচের ৪১ মিনিটের মাথায় গোল করেন রিয়ালের এই তারকা মিডফিল্ডার। তুরস্কের ডি বক্সের অনেক বাইরে থেকে বিদ্যুৎগতিতে শট নেন মদ্রিচ। তুর্কি গোলরক্ষক ডানদিকে ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি তুর্কিরা। ফলে, ক্রোয়েশিয়ানদের ভাগ্যে পূর্ণ তিন পয়েন্ট জমা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ