ফ্রান্সে চলমান ইউরোর ১৫তম আসরে শুভ সূচনা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। গতরাতে লিল শহরে অনুষ্ঠিত 'সি' গ্রুপের এক ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারায় ম্যানুয়েল নুয়েরের বিশ্ব চ্যাম্পিয়নরা। জার্মানির হয়ে গোল দুটি করেন স্কোড্রান মুস্তাফি এবং বাস্তিয়ান শোয়াইন্সটাইগার। গ্রুপের শীর্ষে থাকার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার পোল্যান্ডের মুখোমুখি হবে জার্মানরা। প্যারিসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পোল্যান্ডও তাদের প্রথম ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ