ফ্রান্সে চলমান ১৫তম উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে আজও তিনটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে 'ডি' গ্রুপের স্পেন ও চেক রিপাবলিক। স্থানীয় সময় ২টায় ম্যাচটি শুরু হবে। দিনের পরবর্তী দুটি ম্যাচ হবে 'ই' গ্রুপের দলগুলোর মধ্যে। এই গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও সুইডেন। স্থানীয় সময় ৫টায় ম্যাচটি শুরু হবে। আর দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি। স্থানীয় সময় ৮টায় অনুষ্ঠিত হবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।
উল্লেখ্য, উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে মোট ২৪টি দেশ ৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০০৮ ও ২০১২ সালে অনুষ্ঠিত সর্বশেষ ২টি আসরেই জয় পেয়েছে দলটি। সূত্র : বিবিসির
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ