ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে থাকা কোরি অ্যান্ডারসনকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রেখেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের নির্বাচকরা। যদিও ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।
তবে টেস্ট দলে থাকা টপঅর্ডার ব্যাটসম্যান হেনরি নিকোলস ১৫ সদস্যের ওয়ানডে দলে জায়গা পাননি।
নিউজিল্যান্ডের স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, অ্যান্টন ডেভিস, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জেমস নিশাম, লুক রঞ্চি, রস টেলর, বিজে ওয়াটলিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
বিডি প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম