পাঁজরের হারের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে কানপুরে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। বৃহস্পতিবার অনুশীলন চলাকালে বুকে আঘাত পান তিনি। এ কারণে মুম্বাইয়ের বিপক্ষে তিনদিনের অনুশীলন ম্যাচেও তিনি খেলতে পারেননি।
যদিও কিউই কোচ মাইক হেসন জানিয়েছেন ইনজুরির মাত্রা গুরুতর নয়। কিন্তু ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কানপুর টেস্টের জন্য আপাতত তাকে বিবেচনা করা হয়নি। ইনজুরির কারণে গত কয়েকদিন ধরেই নিশাম অস্বস্তি অনুভব করেছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে খুব বেশিদিন সময় লাগবে না বলে জানান তিনি।
দ্বিতীয় টেস্টেই নিশামকে দলে পাবার আশাবাদ ব্যক্ত করে কিউই কোচ বলেন, নিশামের স্থানে ১৫ সদস্যের দলে নতুন করে কাউকে ডাকা হয়নি।
বিডি প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম