বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচ চলাকালে কুঁচকিতে চোট পেয়ে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
বুধবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তখন ৫৭ মিনিটের খেলা চলছিল। ডিয়েগো গোদিনের সঙ্গে বল কাড়াকাড়ি করার সময় ইনজুরিতে পড়েন তিনি। মিনিট খানেক পর দলের সেরা এই অস্ত্রকে উঠিয়ে নেন বার্সা কোচ লুই এনরিকে। ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে ড্র করার হতাশাটা আরও চেপে ধরেছে মেসির চোটে।
চলতি মৌসুম শুরুর পর এ নিয়ে তৃতীয়বার চোটে পড়লেন তিনি। এই সময়ে মেসি খেলতে পারবেন না বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখেরম বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। খেলা হবে না তার লা লিগায় স্পোর্টি গিজন ও সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দুটিও।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ এনায়েত করিম