অভিষেকের পর টানা দুই টেস্টে সর্বোচ্চ ১৯টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১৮৮৭ সালে ইংলিশদের বিপক্ষে টানা দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে রেকর্ডটি ১২৯ বছর আগলে রেখেছিলেন অস্ট্রেলিয়ান জন জেমস ফেরিস। এবারও সেই ইংলিশদের বিপক্ষেই টানা দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে পুরনো সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মিরাজ।
এদিন আরও একটি রেকর্ড গড়েন মিরাজ। এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
এদিকে, এক টেস্টে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নেওয়ার তালিকায়ও নাম উঠে গেছে মিরাজের। এ তালিকায় পাঁচে ১৯ বছর বয়সী এই স্পিনার। তালিকায় সবার ওপরে বাংলাদেশেরই এনামুল হক জুনিয়র। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাঁহাতি স্পিনার যখন ১২ উইকেট নিয়েছিলেন তার বয়স ১৮ বছর ৪০ দিন। তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনে ভারতের সাবেক লেগ স্পিনার লক্ষণ শিবরাম কৃষ্ণান এবং চারে পাকিস্তানের আরেক তারকা পেসার ওয়াকার ইউনিস।
ইংল্যান্ডের বিপক্ষেই চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নেওয়ার পর মিরপুরে দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়েছেন মিরাজ। এর মধ্যে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে কেবল কুকের উইকেটটি পান। আর মিরপুরে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট পান এই তরুণ তুর্কি।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-১০