ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে কম জলঘোলা হয়নি। অথচ সফরের শেষ টেস্টে চরম হারের পরও ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক বললেন, 'এই জয় সত্যিই বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ কিছু। মাঝে মধ্যে একটি খেলাতে অনেক কিছুই বড় হয়ে ওঠে। আমার মনে হয়, এই দেশে (বাংলাদেশ) খেলতে আসা সবারই উচিত।’
বাংলাদেশে যখন নিরাপত্তা ঝুঁকির ধোঁয়া তুলে টিম অস্ট্রেলিয়া সফর বাতিল করল, তখন একটি সফল সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে একথা বললেন স্বয়ং এই ইংলিশ অধিনায়ক।
শুরুতে ব্রিটিশ গণমাধ্যমে দাবি করা হচ্ছিল, নিরাপত্তার বিষয়টি না তুলে সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকার অজুহাত দেয়ে বাংলাদেশ সফর বাতিল করবেন অ্যালিস্টার কুক। এরপরই তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে দেন, বাংলাদেশ সফরে তিনি থাকছেন। যা দেখে অন্য ক্রিকেটারও বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছে দেন।
কুক বলেন, 'এই সফরের আগে নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে। এখানে আসা আদৌ উচিত হবে কি না, এসব নিয়েও কথা হয়েছে। কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে পেরেছি। আমি এখানে আসতে পেরে সত্যিই গর্বিত।’
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন সত্যিই দারুণ। ঘরের মাঠে তারা খুবই শক্তিশালী দল। যার প্রমাণ তারা দিলো। এই জয় তাদের ক্রিকেটর জন্য অনেক বড়।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-১৭