ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জয়লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) টিএসসিতে বিজয় উল্লাস করেছে শিক্ষার্থীরা।
রবিবার মিরপুর টেস্টে টাইগারদের ১০৮ রানের জয় ছিনিয়ে আনার পর পরই ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসিতে আসে। এতে যোগ দেয় পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সন্ধ্যার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে মিলিত হয় কয়েকশ শিক্ষার্থী। তারা বাংলাদেশের পতাকা নিয়ে বিজয় মিছিল করে। এসময় টাইগারদের প্রশংসা সম্বলিত স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
এদিকে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয়। এতে ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন হলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-২০