বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমানের সঙ্গে যেচে পড়ে কথা কাটাকাটিতে লিপ্ত হওয়ায় ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে শাস্তি পেতে হয়েছে। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইংলিশ অলরাউন্ডারের নামের পাশে যোগ হয়েছে একটি ‘ডিমেরিট’ পয়েন্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতেই বিষয়টা জানিয়েছে আইসিসি। ম্যাচ শেষে রেফারি রঞ্জন মাদুগালের শুনানিতে নিজের অপরাধ স্বীকার করেছেন স্টোকস এবং জরিমানাও মেনে নিয়েছেন বলে জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
আজ রবিবার সকালের ঘটনা। সাব্বির রহমানের উইকেট যাওয়ার পর থেকেই গায়ে পড়ে তার সঙ্গে বচসায় জড়ান স্টোকস। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আম্পায়াররা বারবার নিষেধ করার পরও বিতণ্ডায় জড়াতে থাকেন স্টোকস।
আম্পায়াররা তখন অধিনায়ক অ্যালেস্টার কুককে বলেন স্টোকসকে থামাতে। কিন্তু তার পরও বিরত থাকেননি এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত কুকদের হস্তক্ষেপে থামেন স্টোকস।
আগামী দু বছরের মধ্যে স্টোকস চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি রূপ নেবে কমপক্ষে দুটি সাসপেনশন পয়েন্টে। দুটি সাসপেনশন পয়েন্ট পেলে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ হবেন স্টোকস।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৬