অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ঢাকা টেস্টে নিজেকে তুলেছেন নতুন উচ্চতায়। নিজের দ্বিতীয় ম্যাচেই টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নেন তিনি। দুই ইনিংসেই ৬ উইকেট নেয়া ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার।
এমন কীর্তি গড়ায় রোববার সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিকুর রহিম। মিরাজ ব্যাটিংয়েও অনেক রেকর্ড গড়বেন বলে অধিনায়কের বিশ্বাস।
১৫.৬৩ গড়ে ১৯ উইকেট নেন মিরাজ। এর মধ্যে এই অফ স্পিনার তিন ইনিংসে নেন ৬ উইকেট করে।
তবে চট্টগ্রামে দুই ইনিংসেই ১ রানে ফিরেন মিরাজ। ঢাকায় প্রথম ইনিংসে ১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ফিরেন ২ রান করে। মুশফিকের বিশ্বাস ব্যাটিংয়েও অনেক কীর্তি রেখে যাবেন এই তরুণ।
মুশফিকুর রহিম বলেন, 'ওর (মিরাজ) ব্যাটিংয়েও অনেক সামর্থ্য আছে। ব্যাটিংয়েও সে বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে অনেক রেকর্ড রেখে যাবে; যা ভাঙা অনেক কঠিন হবে।'
বিডি প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-৫