অভিষেক সিরিজে বল হাতে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজের অসাধারণ পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচটিতে টাইগাররা জিতেছে ১০৮ রানে।
অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ঢাকা টেস্টে নিজেকে তুলেছেন নতুন উচ্চতায়। নিজের দ্বিতীয় ম্যাচেই টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নেন তিনি। দুই ইনিংসেই ৬ উইকেট নেয়া ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার।
অভিষেকে টেস্টেই তাক লাগিয়ে দেওয়া তরুণ ক্রিকেটার মিরাজকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার সন্ধ্যায় অফিসিয়াল ফেসবুক পেজে এ অভিনন্দন-বার্তা জানায় ক্রিকেটের সর্বচ্চ সংস্থাটি।
মিরাজকে অভিনন্দন জানিয়ে আইসিসি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘ম্যান অব দ্য ম্যাচ মেহেদী মিরাজ! তার ১২ উইকেটের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতলো বাংলাদেশ। অভিষেক সিরিজেই সে অসাধারণ! ১৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও মিরাজ। ক্যারিয়ারের দুই টেস্টে এর আগে এমন সূচনা কেউ করতে পারেনি।’
বিডি প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-৮