ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে এডেন হ্যাজার্ড ও দিয়েগো কস্তার গোলে সাউথ্যাম্পটনের মাঠে ২-০ ব্যবধানের জয় পেয়েছে চেলসি।
রবিবার রাতে হ্যাজার্ডের গোলে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ৫৫তম মিনিটে কস্তার দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
এই জয়ে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো চেলসি। সমান ২৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ম্যানচেস্টার সিটি শীর্ষে, আর্সেনাল দ্বিতীয় ও লিভারপুল তৃতীয় স্থানে আছে।
বিডি প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১০