চট্টগ্রামে টেস্টে জয় পেলেও বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে ১০৮ রানের বড় ব্যবধানে হেরেছে সাবেক টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ইংল্যান্ড। যদিও ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার বেন ডাকেট ও অ্যালিস্টার কুক। তবে শতরানের জুটি গড়ার পর ডাকেটের আউটের মধ্য দিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ। যার শেষ ৬৪ রানে ১০ উইকেট হারায় সফরকারীরা।
ইংলিশদের এমন পরাজয়ের পরই টুইট করেছেন ভারতের টেস্ট দলের সেরা তারকা স্পিনার রবিচন্দন অশ্বিন। ইংল্যান্ডের পরবর্তী সফর ভারত। সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। তাই বাংলাদেশের বিপক্ষে কেমন করেন সেদিকে নজর ছিল প্রায় ভারতীয় সব ক্রিকেটের। তবে অন্যরা কেউ মন্তব্য না করলেও মন্তব্য করেছেন অশ্বিন।
টুইট বার্তায় অশ্বিন লেখেন, মিরপুরের উইকেট যে কোনো সফরকারী দলের খেলার জন্য সবচেয়ে রহস্যময় ভেন্যু। এজন্য তিনি ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্সের পরিসংখ্যান উদাহরণ হিসেবে টানেন।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/মাহবুব-০৮