অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকা পেয়েছে দাপুটে জয়। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। তার আগেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বেশ গুরুতর অভিযোগও এনেছে ফাফ ডু প্লেসিসের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার এই অধিনায়কের বিরুদ্ধে আনা হয়েছে বল টেম্পারিংয়ের অভিযোগ। ডু প্লেসিসহ পুরো দক্ষিণ আফ্রিকা দল এই অভিযোগের কথা অস্বীকার করেছে। তবে অভিযোগ প্রমাণিত হলে এক টেস্টের জন্য নিষিদ্ধ হতে পারেন ডু প্লেসিস। জরিমানা দিতে হতে পারে পুরো বা অর্ধেক ম্যাচ ফি।
আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই অভিযোগ তুলেছে আইসিসি। সেই অভিযোগে বলা হয়েছে, ‘বলের অবস্থা পরিবর্তন করার’ মাধ্যমে আইসিসির আচরণবিধির ২.২.৯ ধারা লঙ্ঘন করেছেন দু প্লেসিস। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলার সময় নাকি এই কাণ্ডটি ঘটিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। চকলেট বা চুইংগাম খেয়ে তিনি নাকি বলে থুতু মিশিয়েছেন উজ্জ্বলতা বাড়ানোর জন্য। এখন দু প্লেসিসের এই কাণ্ডের ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় ঠিক করবে আইসিসি।
এই অভিযোগ প্রসঙ্গে হাশিম আমলা বলেছেন, ‘আমরা সবাই এই অভিযোগের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নিয়েছি। আর আমরা মনে করি এটা একটা তামাশা। এটা এপ্রিল মাস না। কিন্তু ফাফের বিরুদ্ধে এই অভিযোগটা আমাদের কাছে একটা হাস্যকর ব্যাপার। আমরা পুরো দল এই অভিযোগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছি।’
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭