নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হওয়া প্রথম টেস্টের মধ্যদিয়ে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচ খেলে ফেললেন মিসবাহ উল হক। এর ফলে পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন তিনি। তবে ৫০তম টেস্টের প্রথম ইনিংসটা খুব ভালো যায়নি এ ডানহাতি ব্যাটসম্যানের। মাত্র ৩১ রান করে আউট হয়েছেন এই অধিনায়ক।
মিসবাহ উল হক পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন ২০১০ সালে। ৪৯ টেস্টে (নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট বাদে) নেতৃত্ব দিয়ে অধিনায়ক মিসবাহ জিতেছেন ২৪টিতে, আর হেরেছেন ১৪টি, ড্র করেছেন ১১ টেস্টে। তার নেতৃত্বেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো র্যাংকিংয়ে এক নম্বরে উঠেছিল পাকিস্তান।
২০০১ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক হয় মিসবাহর। ৬৮টি টেস্ট ম্যাচ (নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট বাদে) ৪৮ দশমিক ৩১ গড়ে করেছেন ৪৮৩১ রান। ১০ সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি রয়েছে ৪২ বছর বয়সী এ ক্রিকেটারের। ১৬৮ রানের অপরাজিত ইনিংসটি তার ক্যারিয়ার সর্বোচ্চ।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-১০