বিপিএলের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। এ ম্যাচে দু’দলই লিগ টেবিলের তলানি থেকে মুখোমুখি হচ্ছে।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওপেনার খালেদ লতিফকে ক্যাচে পরিণত করেন রাজশাহীর পেসার ফরহাদ রেজা। পরে আহমেদ শেহজাদকে জুনায়েদ সিদ্দিকের তালুবন্দি করেন মেহেদী হাসান মিরাজ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার ২ বলে দুই উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ৪১ রান।
রাজশাহী আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। যেখানে তিন হারের বিপরীতে এক জয়ে সপ্তম অবস্থানে রয়েছে সাব্বির-মিরাজদের নিয়ে দলটি।
এদিকে বাজে সময় যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই হারের স্বাদ পেতে হয়েছে তাদের।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : খালেদ লতিফ, আহমেদ শেহজাদ, ইমরুল কায়েস, লিটন কুমার দাশ, সোহেল তানভির, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, রায়ান টেন ডয়েসকাটে, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাফিউদ্দিন।
রাজশাহী কিংস একাদশ: মুমিনুল হক, জুনায়েদ খান, সাব্বির রহমান, উমর আকমল, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, আবুল হাসান, মোহাম্মদ সামি।
বিডি প্রতিদিন/ ১৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৭