হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ ফেব্রুয়ারি হবে ভারতের সঙ্গে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। ভারতের বিপক্ষে সেই একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দবৃহস্পতিবার দুপুরেই ঢাকা ছেড়ে গেছে ভারতের উদ্দেখ্যে রওনা দেয়। কলকাতা হয়ে দল এখন টাইগাররা হায়দ্রাবাদে অবস্থা করছে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ভারতে পৌঁছেই শোনালেন তার আশাবাদের কথা। তিনি জানালেন, স্বাগতিক ভারতকে একটুও ছাড় দিতে নারাজ তার দল।
বৃহস্পতিবার কলকাতায় ভারতীয় সংবাদমাধ্যম এক্সট্রা টাইমকে মুশফিক বলেন, ‘ভারতের মাটিতে আমরা এবারই প্রথম টেস্ট খেলব। তাই এখানে আমাদের নিজেদের প্রমাণ করতে হবে, সেই সঙ্গে প্রমাণ করতে হবে যে দীর্ঘ পরিসরে ভালো খেলে থাকি। তবে ভারতকে কখনই সহজে ছেড়ে দেব না আমরা। যদিও বিরাট কোহলির অধীনে ভারতের এই দলটি দারুণ খেলছে। টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে। তাই আমাদের জন্য এই টেস্ট খুব একটা সহজ হবে না আমাদের জন্য। তবে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।’
ভারতের মাটিতে ভারতের স্পিন মোকাবিলা করাও কঠিন হবে বলে মনে করেন মুশফিকুর রহিম। তিনি জানালেন, ‘ভারতের বোলিং লাইনআপে আছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এই দুজনেই এই মুহূর্তে বিশ্বসেরা স্পিনার। তাদের বিরুদ্ধে খেলাটা খুব একটা সহজ হবে না বলেই মনে করি আমি।’
অবশ্য নিজেদের ব্যাটিং লাইনকেও দুর্বল মনে করছেন না মুশফিক। নিজেদের ব্যাটিং লাইনআপ সম্পর্কে বলেন ‘আমি মানছি যে, আমাদের প্রতিপক্ষের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী, কিন্তু আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্টই ভালো। তামিম, সাকিব, ইমরুল, মাহমুদউল্লাহ, সাব্বিরদের মতো ব্যাটসম্যান আমাদের আছে।’
বিডি-প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২