পাকিস্তান সুপার লিগে দাপুটে জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটস। শনিবার রাতে লাহোর কান্দার্সের দেওয়া ২০১ রানের টার্গেট ৭ বল আর ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় দলটি। কোয়েটার হয়ে সর্বোচ্চ ৮ ছক্কা আর ৩ চারে ৪২ বলে ৮৮ রান করেন সাবেক ইংলিশ দলপতি কেভিন পিটারসেন। এছাড়া তাকে সঙ্গ দেওয়া অধিনায়ক সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে সমান তিন চার ও ছয়ে ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান।
যদিও জয়টা মোটেও সহজ ছিল না কোয়েটার জন্য। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কোয়েটা এক সময় ১০.৫ ওভারে ৮৯ রান সংগ্রহ করেছিল। সেখান থেকে সরফরাজ আহমদকে নিয়ে ৪১ বলে ১০১ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান পিটারসেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
এদিন মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাট হাতে নামতে হয়নি। বোলিংয়ে সুযোগ পেলেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
এর আগে, জেসন রয় ও ফাখহার জামান ও রিজওয়ানের ঝড়ো ব্যাটে নির্ধাতির ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে লাহোর কান্দার্স।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব