দুই টেস্ট হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ১০ উইকেটের হার। তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান ইনজুরির জন্য প্রথম ওয়ানডেতে ছিলেন না।
এদিকে প্রথম ওয়ানডে খেলার পর ইনজুরিতে পড়েন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহমান। গুজব ছড়িয়েছে ইনজুরির কারণে আর মাঠে নামছেন না মাশরাফি।
তবে এমন খবর গুজব বলে জানিয়েছেন দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু। কারণ মাশরাফির ইনজুরি গুরুতর নয়।
ওয়ানডে দলে না থাকায় দেশে ফিরেছিলেন শফিউল ইসলাম। কিন্তু মোস্তাফিজুর রহমান না থাকায় তার জায়গায় ডাক পেয়েছেন তিনি। নান্নু বলেন, 'ওকে ওয়ানডে সিরিজেই আনা হবে নাকি টি–টোয়েন্টিতে, সে সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে তো খেলতেই পারবে না। দেশ থেকে এত দূর এসে ক্লান্তি ঝেড়ে তৃতীয় ম্যাচও খেলতে পারবে কি না নিশ্চিত নয়।'
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/ফারজানা