সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা শারজাহ নয়, পাকিস্তান সুপার লিগের পরবর্তী আসর শুরু হবে করাচিতে। পরের ম্যাচটিও হবে সেখানে। এছাড়া ফাইনালসহ আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচ্চ পদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম দ্য ডন।
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে খেলতে যেতে সাহস পায় না কোনো দলই। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রচেষ্টায় গত পিএসএলের ফাইনাল ম্যাচটি লাহোরে অনুষ্ঠিত হয়। এরপর দেশটিতে খেলে গেছেন বিশ্ব একাদশের হয়ে এক ঝাঁক তারকা ক্রিকেটার। এরপরই এমন উদ্যোগ দেশটির ক্রিকেট বোর্ডের।
লাহোরে পিএসএল-২০১৮ নিলাম হবে আগামী ১০ নভেম্বর। আর বল মাঠে গড়াতে পারে পরবর্তী বছরের ফেব্রুয়ারিতে।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/মাহবুব