বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচেও দারুণভাবে এগিয়ে যাচ্ছে আমলা ও কুইন্টন ডি কক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১২.৪ ওভারে বিনা উইকেটে ৬১ রান। ডি কক ৩০ এবং আমলা ২৮ রান করে ক্রিজে রয়েছেন।
এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭৮ রান এই দুই ব্যাটসম্যানই টপকে যান কোন উইকেট না হারিয়েই। তাই আজ আরেকটি অতিমানবীয় জুটি গড়তে যাচ্ছেন কিনা সেটাই এখন দেখার বিষয়
বাংলাদেশ একাদশ: লিটন দাশ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/আরাফাত