দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট নামক হরিণটা যেন অধরাই হয়ে গিয়েছিল। অবশেষে সাকিবের ব্রেক থ্রোতে দেখা মিলল সেই সোনার হরিণের। আগের ম্যাচে ১৬৮ রানে অপরাজিত থাকা ডি-কক ও ফাফ ডু প্লেসিসকে সাজ ঘরে ফিরিয়েছেন সাকিব।
১৮তম ওভারের তৃতীয় ও শেষ বলে তাদের উইকেট তুলে নেন সাকিব।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের লজ্জাজনক হারের পর দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পার্লে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন থেকে আমলা-কক ৯০ রানের পার্টনারশিপ গড়েন। তবে শেষ পর্যন্ত সেই উইকেট খড়া ঘুচালেন সাকিব।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১১১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। উইকেটে আছেন হাশিম আমলা ও ডি ভিলিয়ার্স।
বিডিপ্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান