বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে চলেছেন হাশিম আমলা। সাকিবের ঘূর্ণিতে ডি-কক ফিরে গেলেও ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এ বিশ্ব সেরা ব্যাটসম্যান।
বুধবার পার্লে ৫১ বলে ৩টি চারের মারে ৩৪তম হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ৫৩ রানে উইকেটে আছেন হাশিম আমলা। আর ২৮ রানে ডি ভিলিয়ার্স।
বিডিপ্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান