ডি ভিলিয়ার্সের ১৭৮ ও হাশিম আমলার ৮৫ রানের উপর ভর করে সফরকারী বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করাল দক্ষিণ আফ্রিকা। পার্লে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান করেছে স্বাগতিকরা।
অন্যদিকে দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরেই সেঞ্চুরি উদযাপন করলেন প্রোটিয়াদের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স। করেছেন ক্যারিয়ার সেরা ১৭৮ রান। এর আগে যেটা ছিল ১৭৩ রান। এটা তার ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। আর আমলা করেছেন ৮৫ রান। ডি-কক ৪৬, জেপি ডুমিনি ৩০।
বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। আর ২ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।
বিডিপ্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান