দক্ষিণ অাফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের রান মেশিন খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বুধবার পার্লে ৬০ বলে ৩টি চার ও ১টি ছক্কার মারে ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২ উইকেটে ১৬২ রান সংগ্রহ করেছে। ৬৮ রানে উইকেটে আছেন ইমরুল কায়েস। আর মুশফিকুর রহিম ৫০ রানে।
বিডিপ্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান