তামিম-লিটনের বিদায়ের পর ৯৩ রানের জুটি গড়ে কিছুটা স্বস্তি দিয়েছিলেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। কিন্তু ইমরান তাহিরে বলে বাজে শট খেলে ৬৮ রানে আউট হলেন ইমরুল।
ইমরুলের ক্ষত শুকানোর অাগেই ফিরে গেলেন বাংলাদেশের অন্যতম নির্ভরতার প্রতীক সাকিব আল হাসানও। মাত্র ৫ রানে ফের তাহিরের শিকার সাকিব। চমৎকার একটি ক্যাচ ধরেছেন ডি-কক।
আর পরপর দুই উইকেট হারিয়ে ফের বিপাকে পড়েছে বাংলাদেশ। ২ ওভারের ব্যবধানে স্কোর বোর্ডটা হয়ে গেল ২ উইকেট থেকে ৪ উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করেছে। ৫৮ রানে উইকেটে আছেন মুশফিকুর রহিম। আর ১ রানে মাহমুদউল্লাহ।
বিডিপ্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান