এবি ডি ভিলিয়ার্স প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুইশ ছক্কা হাঁকালেন। ওয়ানডে ক্যারিয়ারে ২১৪ ইনিংসে বর্তমানে ২০১টি ছক্কার মালিক ডি ভিলিয়ার্স। পার্লেতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৭৬ রানের বিধ্বংসী এক ইনিংসে ৭টি ছক্কা মারেন তিনি। যেখানে ৬ নম্বর ছক্কাটি ছিল ওয়ানডেতে তার দুইশতম ছক্কা।
ডি ভিলিয়ার্সের আগে ওয়ানডেতে ছক্কার ডাবল সেঞ্চুরি করেছেন আরও পাঁচ ব্যাটসম্যান। তার আগে সর্বশেষ ২২৮ ইনিংসে ২০০ ছক্কায় ক্যারিয়ার শেষ করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। তবে দুইশ ছক্কার তালিকায় সবার ওপরে আছেন সাবেক পাকিস্তানি শহীদ আফ্রিদি।
বিডি প্রতিদিন/এ মজুমদার