ক্রিকেট ছেড়েছেন অনেকদিন হল। তারপর দেখা গেছে সিনেমার পর্দায়। এবার হয়তো শচীন টেন্ডুলকারের ক্যারিয়ার ধরা পড়তে চলেছে কমিক বইয়ের পাতায়। শচীনের অটোবায়োগ্রাফি থেকেই অনুপ্রাণিত হয়ে এই বইয়ের পরিকল্পনা করা হয়েছে।
জানা গেছে, শচীনের বায়োগ্রাফি ‘প্লেইং ইট মাই ওয়ে’ থেকে কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে এই ২৫ পাতার কমিক বই। লক্ষ্য বাচ্চাদের কাছে পৌঁছে যাওয়া। আগামী সপ্তাহের মধ্যেই বাজারে চলে আসবে এই বই। প্রকাশনা সংস্থার তরফে এই তথ্যের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।
২৫ পাতার সেই বইয়ে শচীনের জীবনের বিশেষ বিশেষ মুহূর্তকে তুলে আনা হবে কমিক্সের মধ্যে দিয়ে। যার মধ্যে থাকবে শারজার সেই বিখ্যাত ইনিংস। যা বিখ্যাত ‘ডেসার্ট স্টর্ম অফ ১৯৯৮’ নামে। এটাই এই বইয়ের মুখ্য আকর্ষণ। এরপর থাকবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর সেঞ্চুরি।
প্রকাশনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে শচীনের এই বইয়ের উপর কাজ চলছে সেটা যখন বাজারে আসবে তখন ছোটদের পছন্দ হবে বলেই তাদের বিশ্বাস। নতুন এই বই আগের অটোবায়োগ্রাফির থেকে অর্ধেক দামে পাওয়া যাবে। ২০১৪ সালে ৪৮৬ পাতার অটোবায়োগ্রাফি প্রকাশিত হয়েছিল। যার দাম ছিল ৮৯৯ টাকা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর