চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের মাঠে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ। রোমাকে ২-০ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল।
প্রথমার্ধে কোনো গোলের দেখা না পাওয়া অ্যাতলেতিকো লিড নেয় ম্যাচের ৬৯ মিনিটে। দলের সেরা তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান রোমার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে দলকে প্রথম লিড পাইয়ে দেন। এরপর ম্যাচের ৮৫ মিনিটের মাথায় রোমার জালে দ্বিতীয় গোল করেন গ্যামেরিও।
ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ