ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে লিওঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এর মধ্যে চারটি গোলই করেছেন এমবাপ্পে। এমন অসাধারণ পারফরম্যান্সের পর ম্যাচ শেষে এমবাপ্পেকে ‘ফেনোমেনন’ উপাধি দিয়েছেন সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার।
রবিবার এমবাপ্পের চার গোলে লিওঁকে নিজেদের মাঠে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে পিএসজি। ম্যাচের বাকি অর্থাৎ প্রথম গোলটি নেইমার করলেও সেটাও এসেছে এমবাপ্পের কল্যাণে। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে। পেনাল্টি থেকে এই গোল আদায় করে নেন নেইমার। বাকি সময়টা শুধুই এমবাপ্পের একক গোল প্রদর্শনী হয়ে রইল। বিরতির পর মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে চার গোল করেন এই বিশ্বকাপজয়ী তারকা।
ম্যাচ শেষে সতীর্থ এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ নেইমার তাকে ‘ফেনোমেনন’ হিসেবে অভিহিত করেন।
মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে ৪ গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন এমবাপ্পে। গত ৪৬ মৌসুমের ইতিহাসে লিগ ওয়ানের একক কোনো ম্যাচে দ্রুততম সময়ে চার গোল করার রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া মাত্র ১৯ বছর ৯ মাস বয়সেই তথা সবচেয়ে কম বয়সে এক ম্যাচে চার গোলের রেকর্ডও এই ফরাসি তারকার দখলে।
নেইমার বলেন, 'আমি তাকে অভিনন্দন জানাই। সে আরও বেশি গোল করতে পারত। আমার জন্য সে “ফেনোমেনন”। আমি চাই এটা আরও অনেক বছর চলুক কারণ ফুটবল তাকে ধন্যবাদ দেবে।'
বিডি প্রতিদিন/এনায়েত করিম