বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ফিলিপাইনকে হারিয়ে ফাইনালে উঠেছে তাজিকিস্তান। মঙ্গলবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুর্দান্ত খেলা উপহার দিয়ে ফিলিপাইনকে ২-০ গোলে পরাজিত করে তারা।
প্রথমার্ধে খেলার শুরু থেকে ৩০ মিনিট পর্যন্ত একচেটিয়া প্রভাব বিস্তার করে খেলে তাজিকিস্তান। ৩০ মিনিট ৫০ সেকেন্ডে প্রথম গোলটি করেন তাজিকিস্তানের ফরোয়ার্ড ৯ নং জার্সিধারি তুরসুসোনভ কমরন। এরপর দুইদলের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের খেলায় ১৫ মিনিট খেলা ফিলিপাইনের নিয়ন্ত্রণে থাকে। এরপর আক্রমণা-পাল্টা আক্রমণ চালালেও কেউ প্রতিপক্ষের জালে বল জড়াতে পারছিল না। তবে এ সময় ফিলিপাইন দুইটি সহজ গোল করতে ব্যর্থ হয়। যোগ করা সময়ে নাজারোভ আফতাম গোল করে তাজিকিস্তানের ২-০ গোলের জয় নিশ্চিত করেন।
আগামী ১২ অক্টোবর ফাইনালে তাজিকিস্তানের প্রতিপক্ষ আগামীকাল বাংলাদেশ বনাম ফিলিস্তিনের মধ্যকার জয়ী দল।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৮/মাহবুব