অভিষিক্ত বিলাল আসিফের ঘূর্ণিতে দুবাই টেস্টে চালকের আসনে পাকিস্তান। প্রথম ইনিংসে সরফরাজ বাহিনীর ৪৮২ রানের জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০২ রানে। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারালেও মঙ্গলবার দিন শেষে ইতোমধ্যে ৩২৫ রানের লিড পেয়ে গেছে পাকিস্তান।
গত রবিবার শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের এটি প্রথম ম্যাচ। ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের সেঞ্চুরিতে তিন উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে তারা।
সোমবার আবার ব্যাট করতে নামে পাকিস্তান। এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন হারিস সোহেল। ১১০ রান করে আউট হন তিনি। হাফ সেঞ্চুরি করেন আসাদ শফিক। ৮০ রান করেন তিনি। এছাড়া ওপেনার ইমাম-উল-হকের ব্যাট থেকে আসে ৭৬ রান।
পরে প্রথম ইনিংসে ব্যাট করতে পাকিস্তানি বোলারদের ভালোই জবাব দিচ্ছেলেন দুই অজি ওপেনার উসমান খাজা ও আরণ ফিঞ্চ। দ্বিতীয় দিন অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামা এই দুই ওপেনার ১৪২ রানের জুটি গড়ে পাকিস্তানকে আতঙ্কে ফেলে দেন। কিন্তু ১৪২ রানে ৬২ রান করা ফিঞ্চ ফিরতেই অজি ব্যাটসম্যানরা যাওয়া-আসার মধ্যে চলে যান। পরবর্তী ৬০ রানের মধ্যে হারিয়ে ফেলেন সবক'টি উইকেট। সর্বোচ্চ ৮৫ রান আসে খাজার ব্যাট থেকে। পাকিস্তানি বোলারদের মধ্যে বিলাল আসিফ ৬টি এবং মোহাম্মদ আব্বাস ৪টি উইকেট নেন।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৮/মাহবুব