শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হলো আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার। এ ফুটবলারের নিজ শহর প্রোগ্রেসোতে শেষবারের মত তাকে বিদায় জানান পরিবার, ভক্ত ও সমর্থকরা।
সালার কফিন বহন করেন বাবা, ভাই ও সাবেক সতীর্থ নিকোলাস পেলইস। যেখানে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিলে সেই অ্যাথলেটিকো সোশ্যাল সান মার্টিনে নিয়ে যাওয়া হয় সালার মরদেহ।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ জানুয়ারি ফ্রেঞ্চ ক্লাব ন'তে থেকে প্রিমিয়ার লিগে কার্ডিফে যোগ দিতে যাওয়ার সময় নিখোঁজ হয় তাকে বহনকারী বিমানটি। ৩ ফেব্রুয়ারি পাওয়া যায় ২৮ বছর বয়সী এই ফুটবলারের মরদেহ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ