ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল উত্তেজনা। তাই তো গোটা বিশ্বেই জনপ্রিয় এই খেলা। বাংলাদেশও এর বাইরে নয়।
যদিও এখন বাংলাদেশের অলি-গলিতে ক্রিকেটের চর্চা বেশি দেখা যায়। তবে ফুটবলের জনপ্রিয়তা হ্রাস পায়নি সামান্য। এখনো অবসর পেলেই বল নিয়ে মাঠে দৌঁড়। শুক্রবার কিংবা যে কোনো ছুটির দিন হলে তো কথাই নেই।
সকাল হোক কিংবা বিকাল, ফুটবল পায়ে খেলায় মেতে ওঠে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণরাও - এ যেন খুবই পরিচিত দৃশ্য বাংলাদেশের। রাজধানী থেকে শুরু করে মফস্বল শহর সর্বত্রই দেখা যায় এমন দৃশ্য।
বাংলাদেশের এমন ফুটবল উন্মাদনা নজর এড়ায়নি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফারও।
নিজেদের অফিসিয়াল পেজে বাংলাদেশি সমর্থকদের বিশ্বকাপ উন্মাদনা নিয়ে একটি ছবি পোস্ট করেছে ফিফা। প্রকাশিত ওই ছবিতে দেখা যাচ্ছে, খোলা মাঠে ফুটবল নিয়ে মেতে রয়েছে একদল শিশু-কিশোর। ছবির নিচে বাংলাদেশি সমর্থকদের মন্তব্য, এটা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের দৃশ্য।
ছবির ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বন্ধু ও ফুটবল। কিছু জিনিস রয়েছে, যা কখনো আপনাকে শুক্রবারের অনুভূতি ভুলতে দেবে না।
পোস্টের নিচে বাংলাদেশি পতাকার ইমোও ব্যবহার করেছে ফিফা।
ইতোমধ্যে কমেন্ট বক্সে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তায় সয়লাব ফিফার পোস্টটি।
বিডি প্রতিদিন/কালাম