রুদ্ধশ্বাস বললেও কম বলা হয়। বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে চেন্নাই ও রাজস্থানের ম্যাচ কার্যত পেন্ডুলামের মতো দুললো। কখনও ম্যাচ চেন্নাইয়ের পক্ষে, আবার পরক্ষণেই ম্যাচ চলে যাচ্ছিল রাজস্থানের দিকে।
শেষপর্যন্ত শেষ হাসি হাসলেন মহেন্দ্র সিং ধোনি। তার দল চেন্নাই জিতে নিল এবারের আইপিএলের আরও একটি ম্যাচ। একই সঙ্গে ব্যাক্তিগত রেকর্ডও করে ফেললেন ধোনি। আইপিএলে অধিনায়ক হিসেবে তিনি ১০০ তম ম্যাচ জিতলেন।
ধোনিকে অবশ্য তার ভক্তরা ফিনিশার হিসেবেই চেনেন। এদিন যখন ২৪ রানে চেন্নাইয়ের চার উইকেট পড়ে যায়। তারপর সেই ভূমিকাতেই তাকে দেখা যাচ্ছিল। ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে যোগ্যসঙ্গত করেন আম্বতি রায়ডু।
রায়াডু ৫৭ রান করে যখন আউট হন, তখনও লক্ষ্য থেকে অনেকটাই দূরে চেন্নাই। তারপর শেষ ওভারে ১৮ রান দেখে অনেকের মনে হয়েছিল আজ হয়তো জয় পাবে না ধোনির দল। সেখান থেকে ৪ বলে ৮ রান বাকি ছিল।
কিন্তু শেষ ওভারের তৃতীয় বলে আউট হয়ে যান ধোনি। তিনি করেন ৫৮ রান। তখনও আশা ছিল রাজস্থানের। কিন্তু শেষবলে ছয় মেরে সেই আশায় পা ঢেলে দেন চেন্নাইয়ের মিচেল স্ট্যানার। চার উইকেটে ম্যাচ জিতে নয় ধোনি ব্রিগেড।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর