আইপিএলে একটিও ম্যাচ জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। ৬টি ম্যাচই হেরেছেন বিরাট কোহলিরা। এবিডি, বিরাটের মতো ক্রিকেটার থাকলেও জয় এখনও অধরা আরসিবির। যা পরিস্থিতি বাকি সব ম্যাচ জিতলে মিলবে প্লে-অফের সুযোগ। কিন্তু বিরাটরা কি তা পারবেন?
চেষ্টা করতে তো অসুবিধা নেই। এবার সম্ভবত ডেল স্টেইন যোগ দিতে চলেছেন আরসিবিতে। যে দলের বোলিং বিভাগে রয়েছেন উমেশ যাদব, টিম সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম ও মার্কাস স্টোইনিস। সেখানে এবার হয়ত যুক্ত হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ডেল স্টেইন তার পাসপোর্টের একটি ছবির সঙ্গে ভারতের ভিসার ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা কী ছোট্ট চমক।’
সঙ্গে সঙ্গেই টুইটারে শুরু হয়ে গেছে জল্পনা। অনেক ভক্তই বলছেন আরসিবিতে যোগ দিতে চলেছেন স্টেইন। এক ভক্ত তো মনে করছেন, নাথান কুল্টার নাইলের জায়গায় আরসিবিতে যোগ দিচ্ছেন স্টেইন। এই মৌসুমে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি অজি পেসার কুল্টার নাইল।
২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ডেল স্টেইন আরসিবির হয়ে খেলে গেছেন। এরপর ২০১১ সালে তিনি যোগ দেন ডেকান চার্জার্সে। হায়দরাবাদ ও গুজরাট লায়ন্সের হয়েও খেলেছেন স্টেইন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর