Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ এপ্রিল, ২০১৯ ১৩:১৭

ছয় বছরের ভক্ত এখন ধোনির প্রতিপক্ষ!

অনলাইন ডেস্ক

ছয় বছরের ভক্ত এখন ধোনির প্রতিপক্ষ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন ১৭ বছর বয়সী রিয়ান পরাগ। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে প্রথমবারের মতো দেখা হয়েছিল রিয়ানের। তখন তার বয়স ছিল মাত্র ৬। প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেসময় ছবিও তুলেছিলেন রিয়ান।

ওই সময় গুয়াহাটিতে ধোনি পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলছিলেন। ম্যাচটিতে জিতেছিল ধোনির দল। আর প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিল রিয়ান। কারণ তার বাবা-মা দু'জনই খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক হয় আর ওই সময় রিয়ানের বয়স মাত্র ৩। আইপিএলে এখন তারা প্রতিপক্ষ হিসেবে লড়ছেন। রিয়ান (১৭) ও ধোনির (৩৭) বয়সের পার্থক্য নজর কেড়েছে ক্রিকেট ভক্তদেরও। আসামের ছেলে রিয়ানের ঘরোয়া টি২০ ক্রিকেটে অভিষেক হয় ২০১৬-১৭ মৌসুমে। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ছিলেন রিয়ান। সূত্র: ক্যাচ নিউজ

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য