২১ এপ্রিল, ২০১৯ ০৯:০৯

অনন্য ইতিহাসে রোনালদো

অনলাইন ডেস্ক

অনন্য ইতিহাসে রোনালদো

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে একাধিকবার শিরোপা জিতিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ইতালিয়ান সিরি-আ তে জুভেন্টাসের হয়ে অভিষেক মৌসুমেই দলকে শিরোপা উপহার দিয়ে অনন্য কীর্তি গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। এতে প্রথম খেলোয়াড় হিসেবে জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আ শিরোপা।

ঘরের মাঠে শনিবার ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তোলে জুভেন্টাস।

ক্যারিয়ারের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টানা তিন মৌসুম প্রিমিয়ার লিগ জিতে ২০০৯ সালে রোনালদো পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। স্পেনের ক্লাবটির হয়ে ২০১১-১২ ও ২০১৬-১৭ মৌসুমে জিতেন লা লিগা। আর গত জুলাইয়ে জুভেন্টাসে যোগ দিয়ে প্রথম মৌসুমেই পেলেন সেরা আ শিরোপার স্বাদ।

তুরিনের ক্লাবটিকে লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সেরি আয় দলের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ গোল করার পাশাপাশি সর্বাধিক আট গোলে অবদানও রাখেন তিনি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর